Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
ভূমি উন্নয়ন কর ও নামজারির আবেদন ফি সহ বিভিন্ন ফি পুননির্ধারণ
Details

 

নামজারি, জমাভাগ ও জমাএকত্রিকরণ বাবদ বিভিন্ন ফি পুননির্ধারণঃ

গত ৩০শে জুন, ২০১৫ তারিখে ভূমি মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ৩১.০০.০০০০.০৪২.০৪.০১৯.০৮-৫৯৮ নং প্রজ্ঞাপন অনুসারে ১লা জুলাই, ২০১৫ তারিখ থেকে নামজারি, জমাভাগ ও জমাএকত্রিকরণ সংক্রান্ত আবেদনের ফি, নোটিশ জারির ফি, রেকর্ড হালকরণ বা সংশোধন ফি এবং আবেদনকারীর অনুকূলে প্রতি কপি সংশোধিত খতিয়ান সরবরাহের ফি বৃদ্ধি পেয়েছে।

  • প্রজ্ঞাপনটি সরাসরি দেখতে বা ডাউনলোড করতে ক্লিক করুন
  • আবেদন ফরমটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
  • পুরাতন ফরমটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
  • নামজারি, জমাভাগ, ও জমাএকত্রিকরণ সর্ম্পকে বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন,


ভূমি উন্নয়ন করের হার বৃদ্ধিঃ
ভূমি মন্ত্রণালয়ের ৩০শে জুন, ২০১৫ তারিখের ৩১.০০.০০০০.০৪৪.৩৯.০২৫.১৫-৭৭(১২০০) নং প্রজ্ঞাপনমূলে ২০১৫-২০১৬ অর্থবছরের শুরু, অর্থাৎ ১লা জুলাই থেকে বর্ধিত হারে ভূমি উন্নয়ন কর নির্ধারণ করা হয়েছে। নতুন এ প্রজ্ঞাপনে মওকুফ দাখিলা ২ টাকার পরিবর্তে ১০ টকা ধার্য করা সহ অকৃষি জমির ভূমি উন্নয়ন করকে ক, খ, গ, ঘ, ঙ এবং চ-এই ছয়টি ধাপে বিভক্ত করা হয়েছে। তবে ভূমি উন্নয়ন কর মওকুফের ক্ষেত্রে কৃষি জমির সর্বোচ্চ সীমা ৮.২৫ একর বা ২৫ বিঘা পরিমাণকে আগের মতোই বহাল রাখা হয়েছে। এছাড়া অকৃষি জমিকে ব্যবহার অনুযায়ী বাণিজ্যিক, শিল্প ও আবাসিক ইত্যাদি ভাগে বিভক্ত করা হয়েছে এবং তদনুযায়ী বিভিন্ন হারের ভূমি উন্নয়ন কর নির্ধারণ করা হয়েছে।
 

  • প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন
Attachments
Publish Date
15/11/2015